- BIM Alumni Association
- associationbimalumni@gmail.com
- 01726134400
- Log In
- Registration
MoU Signing Beteween BIMAA and BRB Hosptital
Author: Tanvir
প্রেস রিলিজ:
১৬ মে ২০২৪, ঢাকা।
বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন ও বিআরবি হসপিটালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর।
আজ ১৬ই মে, ২০২৪ ইং তারিখে বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন ও বিআরবি হসপিটালস লিমিটেড এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন তানভীর হোসাইন, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিমা এবং বিআরবি হসপিটালের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (এল পি আর), পরিচালক, মেডিকেল সার্ভিসেস। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনাব লামিয়া ফারহা, সহ-সভাপতি, জনাব নির্ঝর মজুমদার, কোষাধক্ষ্য, জনাব মামুন মুজতাবা, সাংগঠনিক সম্পাাদক এবং জনবা শেখ সজিবুর রহমান, নির্বাহী সদস্য, বিমা এসময় উপস্থিত ছিলেন।
এখন থেকে বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন এর অ্যালামনাইগন, বিআইএম এর কর্মকর্তা, কর্মচারী-সহ সকল সদস্য এবং তাদের ডিপেনডেন্টগন বিআরবি হসপিটালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করবেন।
