- BIM Alumni Association
- associationbimalumni@gmail.com
- 01726134400
- Log In
- Registration
MOU with Ibne Sina Trust- April 2022
সমঝোতা স্মারক স্বাক্ষর ইবনে সিনা ট্রাষ্ট ও বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন (বিমা)
স্বাস্থ্য সেবায় সদস্যেদের সহযোগিতায় অংশীদারীত্বের জন্য অদ্য ১৯/০৪/২০২২ রোজ: মঙ্গলবার সময়: ১১:৪০ ঘটিকায় ইবনে সিনা ট্রাষ্ট ও বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন (বিমা) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জনাব তানভীর হোসাইন, সাধারন সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন (বিমা)- এবং জনাব এ.এন.এম তাজুল ইসলাম, হেড অব বিজনেজ ডেভলপমেন্ট, ইবনে সিনা ট্রাষ্ট- নিজ নিজ পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।
আরো উপস্থিত ছিলেন এ. কে এম দেলোয়ার হোসাইন, এফসিএমএ, সভাপিত, বিমা, জনাব মাহবুব-উল আলম, সহ-সভাপতি (সাধারন), বিমা, জনাব লামিয়া ফারহা, সহ-সভাপতি (প্রশিক্ষণ), জনাব রাফিক হাসান, সহ-সভাপতি (ফান্ড-রেইজিং), বিমা, জনাব নির্ঝর মজুমদার (কোষাধক্ষ্য), বিমা, জনাব মামুন মুজতাবা, সিনিয়র সাংগঠনিক সম্পাদন, বিমা, জনাব রাজিবুল হক, নির্বাহী সদস্য, বিমা, জনাব মো: গোলাম মর্তুজা মাসুদ, জেনারেল ম্যানেজার, জনাব হাদিউল করিম খান, ইনচার্জ-কর্পোরেট উইং, বিজেনজ ডেভলপমেন্ট, ইবনে সিনা ট্রাষ্ট।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন (বিমা)-এর সদস্যগন, সদস্যগনদের স্পাউস, পিতা-মাতা, ছেলেমেয়েগন ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সারা বাংলাদেশের সকল সেন্টারে নিন্মোক্ত সুবিধাদির ক্ষেত্রে হ্রাসকৃত মূল্যে সেবা প্রাপ্ত হবেন।
১. সকল প্রকার প্যাথলজিক্যাল টেষ্ট।
২. সকল প্রকার রেডিওলজিক্যাল এবং ইমেইজং টেস্ট।
৩. ডেন্টাল এবং Physiotherapy
Services.
৪. হাসপাতাল বেড রেন্ট।
