MOU with Ibne Sina Trust- April 2022

সমঝোতা স্মারক স্বাক্ষর ইবনে সিনা ট্রাষ্ট বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন (বিমা)

স্বাস্থ্য সেবায় সদস্যেদের সহযোগিতায় অংশীদারীত্বের জন্য অদ্য ১৯/০৪/২০২২ রোজ: মঙ্গলবার সময়: ১১:৪০ ঘটিকায় ইবনে সিনা ট্রাষ্ট বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন (বিমা) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জনাব তানভীর হোসাইন, সাধারন সম্পাদক প্রতিষ্ঠাতা সভাপতি, বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন (বিমা)- এবং জনাব .এন.এম তাজুল ইসলাম, হেড অব বিজনেজ ডেভলপমেন্ট, ইবনে সিনা ট্রাষ্ট- নিজ নিজ পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

আরো উপস্থিত ছিলেন . কে এম দেলোয়ার হোসাইন, এফসিএমএ, সভাপিত, বিমা, জনাব মাহবুব-উল আলম, সহ-সভাপতি (সাধারন), বিমা, জনাব লামিয়া ফারহা, সহ-সভাপতি (প্রশিক্ষণ), জনাব রাফিক হাসান, সহ-সভাপতি (ফান্ড-রেইজিং), বিমা, জনাব নির্ঝর মজুমদার (কোষাধক্ষ্য), বিমা, জনাব মামুন মুজতাবা, সিনিয়র সাংগঠনিক সম্পাদন, বিমা, জনাব রাজিবুল হক, নির্বাহী সদস্য, বিমা, জনাব মো: গোলাম মর্তুজা মাসুদ, জেনারেল ম্যানেজার, জনাব হাদিউল করিম খান, ইনচার্জ-কর্পোরেট উইং, বিজেনজ ডেভলপমেন্ট, ইবনে সিনা ট্রাষ্ট।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন (বিমা)-এর সদস্যগন, সদস্যগনদের স্পাউস, পিতা-মাতা, ছেলেমেয়েগন ইবনে সিনা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে সারা বাংলাদেশের সকল সেন্টারে নিন্মোক্ত সুবিধাদির ক্ষেত্রে হ্রাসকৃত মূল্যে সেবা প্রাপ্ত হবেন।

. সকল প্রকার প্যাথলজিক্যাল টেষ্ট।

. সকল প্রকার রেডিওলজিক্যাল এবং ইমেইজং টেস্ট।

. ডেন্টাল এবং Physiotherapy Services.

. হাসপাতাল বেড রেন্ট।

Download File