President Speech

Founder President

১৯৬১ সালের প্রতিষ্ঠা লগ্ন হতে সুদীর্ঘ ৬০ বছরের পথচলায় বাংলাদেশ ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) তৈরী করছে অগনিত জ্ঞানী - গুণী সফল ব্যাক্তিত্ব।  অতীত আর বর্তমানের সেতুবন্ধন তৈরিতে বিআইএম - এর শিক্ষার্থীবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা আজ সফলতায় রূপ নিয়েছে, জন্ম নিলো এক নতুন সত্ত্বা এক নতুন দিগন্ত  "বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন" ।

বিআইএম এর শিক্ষার্থীরা আজ স্বীয় কর্মক্ষেত্রে উজ্জ্বলতা দৃষ্টান্ত স্থাপন করেছে।  আমাদের পথ চলা কখনোই খুব সহজ ছিল না।  বহু বছর ধরে চলমান প্রচেষ্টার গতি লাভ করে ২০১৪ সালে। বিআইএম এর তৎকালীন মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব জনাব খন্দকার রাকিবুর রহমান এর পৃষ্ঠপোষকতায় স্বল্প পরিসরে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে।  পরবর্তীতে বিআইএম এর মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব, বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন এর প্রধান পৃষপোষক জনাব মোহাম্মদ আতোয়ার রহমান এর সুস্পষ্ট দিক নির্দেশনায় আজ বিআইএম অ্যালামনাই এসোসিয়েশন পূর্ণরূপ লাভ করেছে। 


বিআইএম এর সকল শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন,চাকুরীর সুযোগ তৈরী এবং বিআইএম এর কর্মকান্ডে ভূমিকা রাখার মাদ্ধমে এ প্রতিষ্ঠান দিন দিন আরও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস।  আমি বিশ্বাস করি একটি ন্যাশনাল প্রফেশনাল প্লাটফর্ম তৈরী এবং বিআইএম কে দেশে ও বিদেশে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে মুখ্য ভূমিকা পালন করবে এ  এসোসিয়েশন।